31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১আরো সংবাদশিল্প ও সংস্কৃতিময়মনসিংহ সাহিত্য সংসদের ২৩ মে বিশেষ সাধারণ সভা ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ সাহিত্য সংসদের ২৩ মে বিশেষ সাধারণ সভা ও সংবাদ সম্মেলন

ময়মনসিংহ সাহিত্য সংসদের সার্বিক উন্নয়ন, গঠনমূলক পরিবর্তন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে আগামী ২৩ মে ২০২৫, শুক্রবার এক বিশেষ সাধারণ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সভাটি অনুষ্ঠিত হবে ময়মনসিংহ শহরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে, বিকাল ৩:৩০ মিনিটে।

সংগঠনের দীর্ঘদিনের সাহিত্যিক ও সাংগঠনিক কার্যক্রমের প্রেক্ষাপটে আয়োজিত এই গুরুত্বপূর্ণ সভায় সকল সম্মানিত সদস্যদের উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়েছে। সভায় সাহিত্যচর্চার ধারাবাহিকতা বজায় রাখা, সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাস এবং আগামী দিনের রূপরেখা প্রণয়ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

সভা শেষে সন্ধ্যা ৬টায় একই মিলনায়তনে অনুষ্ঠিত হবে সংবাদ সম্মেলন। এতে ময়মনসিংহ সাহিত্য সংসদের পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্তসমূহ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সাংগঠনিক কার্যক্রমের বিস্তারিত গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হবে।

এ উপলক্ষে ময়মনসিংহের সকল গণমাধ্যমকর্মীদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 − 5 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত