32 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
একুশে ৭১শীর্ষ খবরআনন্দযোগময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল ৯৫ ব্যাচের বন্ধু মিলনমেলা ও ঈদপুণর্মিলনী অনুষ্ঠিত

ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুল ৯৫ ব্যাচের বন্ধু মিলনমেলা ও ঈদপুণর্মিলনী অনুষ্ঠিত

গতকাল ৩ এপ্রিল বৃহস্পতিবার দিনব্যাপী বন্ধু ৯ ৫’ মিলনমেলা ও ঈদপুণর্মিলনী অনুষ্ঠিত স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন জেলায় কর্মরত বন্ধুরা এ আড্ডায় অংশগ্রহণ করেন। দিনব্যাপী আনন্দ-উল্লাসে কাটে বন্ধুদের এই মিলন মেলা।

আড্ডার প্রথম অংশে ছিল ’৯৫ ব্যাচের বন্ধুদের পরিবেশনায় মনোজ্ঞ গানের অনুষ্ঠান। আর দ্বিতীয় পর্বে ছিল ক্রিকেট প্রীতি ম্যাচ, দুপুরে খাওয়া দাওয়ার পর বন্ধুদের স্মৃতিচারণ শেষ বিকেলে গানের মধ্যদিয়ে শেষ হয় সিটি কলেজিয়েট স্কুল ৯৫ ব্যাচর বন্ধু আড্ডা ।

মিলন মেলার আয়োজকদের মধ্যে অন্যতম ভুমিকা রাখেন মাহমুদুল হাসান আপেল, ডাঃ ফখরুল হাসান চৌধুরী টিপু, গৌতম পাল, মুক্তাদির আহম্মেদ, তরিকুল নন্দন । বন্ধুদের মাঝে উপস্থিত হন সুদূর থেকে আগত এম এ ওয়াদুদ আজাদ , অনিরুদ্র নোবেল , বন্ধু ৯৫ মিলন মেলায় স্মৃতি চারণ করেন সোহেল খান, মামুন , মোশারফ, ফয়সাল, শাহজাহান, ঝন্টু, জীবন, লিংকন, খালেদ, নূর আলম, রফিকুল, রিপন, উজ্জল, স্বপন, মারুফ হোসেন, অজিত, রিটন, জয়, আরিফ, হাবিব, বিপিন প্রমুখ।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

19 − 16 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত