15 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২০, ২০২৫
একুশে ৭১সারা বাংলাময়মনসিংহ বিভাগ মাদক নির্মূলে ইউএনওকে সংবর্ধনা

 মাদক নির্মূলে ইউএনওকে সংবর্ধনা

মাদক নির্মূলে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহের গৌরীপুরের বিদায়ী ইউএনও হাসান মারুফকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার রাতে পৌর শহরের নেক্সাস রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে জি-নিউজ পরিবারের পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
জি নিউজের পরিচালক ফারুক আহাম্মদের সভাপতিত্বে ও আজকের পত্রিকার স্থানীয় প্রতিনিধি আরিফ আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কমল সরকার, সাবেক সভাপতি ও গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, দৈনিক খবর প্রতিনিধি শামীম খান প্রমুখ।
ইউএনও হাসান মারুফ বলেন, দায়িত্ব নেয়ার পর থেকে গৌরীপুরে মাদক নির্মূলে ১০৮টি অভিযান পরিচালনা করে ২২৬টি ভ্রাম্যমান আদালত ও ৬টি নিয়মিত মামলা দায়ের করে ২২৬জনকে সাজা প্রদান ও ৩ লক্ষ ৪৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + twelve =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত