১২ – ১৫ জুন প্রতিদিন জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ।
৬-১১ মাস বয়সী শিশুকে ১ টি নীল রঙের ও ১২ – ৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন “এ ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । প্রতিবছর ২ বার এই ক্যাম্পেইন করা হয়। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ সিভিল সার্জন কনফারেন্স রুমে সিভিল সার্জন এর আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আস্ত ক্যাপসুল খাওয়ানো যাবে না,বাড়িতে ক্যাপসুল দেওয়া যাবে না, খাওয়ার পর ক্যাপসুল খাওয়াতে হবে।সকাল ৮ থেকে বিকাল ৪ পযর্ন্ত চলবে। কিভাবে রান্না করতে হয় সেই বিষয়ে আলোচনা করার জন্যই এবং সঠিকভাবে যাতে পালন করা হয় সেই বিষয়ে ব্যাপক আলোচনা করেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরিক্ষিত কুমার পাড়,ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন,জেলা ইপিআই সুপারিডন্টেড মোঃ এমদাদুল হকসহ সিভিল সার্জন অফিস এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।