আইন সংশোধন করার ফলে এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পুলিশ, বিজিবি ও র্যাবেরও বিচার করা যাবে। আজ সোমবার সংশোধিত অধ্যাদেশ নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।
তিনি বলেন, বিদেশে বসে অপরাধ করলেও সেটিকে ট্রাইব্যুনালের আমলে আনা যাবে। তবে কোনো রাজনৈতিক দলের বিচারের বিষয়টি ট্রাইব্যুনালের এখতিয়ারে থাকছে না।
প্রসিকিউটর তামিম জানান, ত্রুটিপূর্ণ আইন সংশোধনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থার অপরাধের বিচার করারও সুযোগ থাকছে ট্রাইব্যুনালে। আসামি ও রাষ্ট্রপক্ষ চাইলে বার কাউন্সিলের অনুমোদন নিয়ে বিদেশি আইনজীবী নিয়োগেরও বিধান রাখা হয়েছে।
এছাড়া জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন যেন বিচার পর্যবেক্ষণ করতে পারে, নতুন অধ্যাদেশে সে বিষয়টিও নিশ্চিত করা হয়েছে বলে জানান প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।