31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১শিক্ষাশিক্ষার্থীদের ভালোবাসার আর এক নাম প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ

শিক্ষার্থীদের ভালোবাসার আর এক নাম প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ

যশোরের ঐহিত্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুলের শিক্ষার্থীদের ভালোবাসার আর এক নাম প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ। যেমন তার ভালোবাসা, তেমন তার শাসন এই নিয়েই স্কুলের সকল শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২মার্চ) স্কুলের ৬ষ্ঠ শ্রেণির এ-২ ক্লাসের আয়োজনে স্কুলে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। বুধবার (১ মার্চ) সকালে উক্ত আয়োজনের বিষয়ে শিক্ষার্থীদের হাতে ডিজাইন ও লেখা দাওয়াতপত্র হাতে পেয়ে আনান্দে আত্মহারা হয়ে ওঠেন প্রধান শিক্ষক।

পিঠা উৎসবের বিষয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আজাদ বলেন, শিক্ষার্থীরা তাদের হাতের ডিজাইন ও হাতে লেখা দাওয়াতপত্র দিয়ে আমাকে দাওয়াত দিয়েছে। আমি তাদের এই কার্যক্রমে আমি মুগ্ধ হয়েছি। কোমলমতি শিক্ষার্থীদের এমন আয়োজনে আমি স্বাধুবাদ জানাই। তাদের আয়োজনে বিষয়ে আমি আমার যথাযথ সহযোগিতা থাকবে তাদের প্রতি।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two + three =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত