15 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
একুশে ৭১আরো সংবাদঅপরাধ ও দুর্নীতিশেরপুরের মুর্শিদপুর পীরের দরবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে মাজার বিরোধীরা

শেরপুরের মুর্শিদপুর পীরের দরবার ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে মাজার বিরোধীরা

মনিরুজ্জামান রাসেল (শেরপুর প্রতিনিধি)

শেরপুরের মুর্শিদপুর পীরের দরবারে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের  ঘটনা ঘটেছে।  ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে  সদর উপজেলার লছমপুর গ্রামে স্থাপিত দোজা পীরের দরবারে ওই ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে মুর্শিদপুর দরবার শরীফের কার্যক্রম বন্ধের চেষ্টা করে আসছিল সদর উপজেলার লছমপুর  ইউনিয়নের জামতলা এলাকার ফারাজিয়া আল আরাবিয়া ক্বওমী মাদ্রাসার সুপার মোঃ তরিকুল ইসলাম,খোরশেদ, মজিবর,শহিদুল সহ মুসল্লিদের একটি অংশ। তাদের অভিযোগ, পীরের দরবারে ইসলাম পরিপন্থী কার্যকলাপ সংগঠিত হয়। এই পীরের দরবার বন্ধের দাবিতে এর আগেও মাদ্রাসা ও লছমপুর এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ  সমাবেশ  অনুষ্ঠিত হয়েছিল।
আরো উল্লেখ্য যে, গত ২৬ নভেম্বর মঙ্গলবার মাজার বিরোধী ও মাজার পন্থীদের মাঝে ব্যাপক সংঘর্ষ সংগঠিত হয়। উক্ত সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়ে, হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালে চিকিৎসাধীন একজনের গত রাতে মৃত্যু হয়,এতে বিক্ষোভে আজ মাজারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে মাজার বিরোধী এলাকাবাসী।
বর্তমানে কুসুমহাটি বাজারসহ পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × one =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত