32 C
Dhaka
শুক্রবার, জুন ১৩, ২০২৫
একুশে ৭১সারা বাংলাময়মনসিংহ বিভাগশেরপুরে বাল‍্যবিয়ে প্রতিরোধে ব্র‍্যাকের গণনাটক মঞ্চস্থ

শেরপুরে বাল‍্যবিয়ে প্রতিরোধে ব্র‍্যাকের গণনাটক মঞ্চস্থ

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে মো. আইজল এর বাড়িতে বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়ক “বদলে যাওয়ার দিন” গণনাটক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) রাতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে উক্ত গণনাটক উদ্বোধন কালে বক্তব্য রাখেন, ব্র‍্যাকের জেলা ব্যবস্থাপক (সেলপ) বিদ্যুৎ কুমার নন্দী । এসময় উপস্থিত ছিলেন মো. রনি আহমেদ সহকারী শাখা ব্যবস্থাপক, (দাবি) সহ অন‍্যান‍্যরা। গণনাটক প্রদর্শনিতে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি, বাল্যবিয়ে আইনের প্রয়োগ ও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। স্থানীয় শতাধিক নারী-পুরুষগণ শিক্ষা ও সচেতনতা মুলক নাটকটি উপভোগ করেন।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × three =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত