ময়মনসিংহ নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জ বাজারের পাশে মেসার্স পূর্বধলা ফিলিং স্টেশনের পশ্চিমে চেয়ারম্যান অটো রাইস মিলের সামনে ১৪ জুলাই রবিবার মেইন রোডে বিকাল ৬টায় ট্রাকের দুই চাকায় পিষ্ট হয়ে নাইম আহমেদ( ২২) নামে এক যুবকের স্পটেই মৃত্যু হয়। নিহত যুবকের গ্রামের বাড়ি ময়মনসিংহ তারাকানা উপজেলার ১০ নং বিসকা ইউনিয়নের কাকছড় গ্রামে। তাহার পিতার নাম মো: নজরুল ইসলাম ( ৫৩)মাতা মৃত: নাসিমা খাতুন। নিহত যুবক শ্যামগঞ্জে আসার পথে অটো রিক্সা থেকে চেয়ারম্যান অটোরাইস মিলের সামনে নামার সময় বিপরীত দিক থেকে ঢাকা মেট্রো – ট ২২-৩০১৮ ট্রাক এসে থাকে সজোড়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে চাকায় পিষ্ট করে ফেলে। ফলে যুবকের সাথে সাথেই মৃত্যু হয়। শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিঞার সাথে কথা বলে জানা যায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।