15 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
একুশে ৭১জাতীয়সড়ক হত্যা দিবস’ গড়ে হত্যা ৬৪জন

সড়ক হত্যা দিবস’ গড়ে হত্যা ৬৪জন

প্রতিদিন সড়কে ৬৪ জন করে খুন হচ্ছে কিন্তু একজন ঘাতককেও ধরা হয় না ।দিন যত যাচ্ছে দীর্ঘ হচ্ছে সড়কে মৃত্যুর মিছিল।

গত কয়েক দিনের খবরের হেড লাইন ফেনীতে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে কিশোর অটোরিকশাচালক নিহত, চট্টগ্রামে প্রাইভেট কার চাপায় তরুণের মৃত্যু, টেকনাফে পর্যটকবাহী বাসের ধাক্কায় ২ রোহিঙ্গা শিশু নিহত, স্কুল শেষে বোনের সঙ্গে বাড়ি ফিরছিল শিশুটি, পথে বাস কেড়ে নিল প্রাণ, বিশ্ব ইজতেমার ময়দানে যাওয়ার পথে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু।

থেমে যাচ্ছে সম্ভাবনাময় আগামীর স্বপ্ন। কেই যেন দেখছে না। শুনছে না স্বজনদের আহাজারি। এতো নিয়ম ও আইন তবুও থামানো যাচ্চে না এই হত্যার যাত্রা।

অনেকের ভাগ্যে সড়কে হত্যার বিচারতো দূরের কথা ক্ষতিপূরণটাও মিলছে না। আবার অনেক মানুষতো জানেই না সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ পাওয়ার বিষয়। আজ রোববার (১১ ফেব্রুয়ারি) সড়ক হত্যা দিবস।

বিদায়ী ২০২৩ সালে সড়কপথে ছোট-বড় ৩৩ হাজার ৪৬৫টি দুর্ঘটনায় আহত ৪৯ হাজার ৯৯ জন এবং নিহতের সংখ্যা ৫ হাজার ৫৯২। একই সময়ে নৌপথ দুর্ঘটনা ঘটেছে ৯০৫টি। এতে আহত ১ হাজার ৩১৪ ও নিহতের সংখ্যা ১৯৬। রেলপথ দুর্ঘটনা ১ হাজার ১৯৬। এতে আহত ১ হাজার ৫৯ ও নিহত ২৫৭ জন। গত বছর বাস দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 + twenty =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত