15 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪
একুশে ৭১বিনোদনসত্যজিৎ রায় চলচ্চিত্র প্রদর্শনী ‘পাঁচালী থেকে অস্কার’

সত্যজিৎ রায় চলচ্চিত্র প্রদর্শনী ‘পাঁচালী থেকে অস্কার’

নিয়মিত ‘সত্যজিৎ পাঠ’-এর মধ্য দিয়ে আগামী দিনের একজন নবীন নির্মাতা তার সঠিক পথটি খুঁজে পাবে। ঋদ্ধ করতে পারবে তার নির্মাণ শৈলী পাশাপশি সত্যজিৎ চলচ্চিত্র অনুধাবনের মধ্য দিয়ে হতে পারে সুস্থ সংস্কৃতির বিকাশ। এই বোধকে উপজীব্য করে বাংলা চলচ্চিত্রের মহান পুরুষ সত্যজিৎ রায় স্মরণে ব্রহ্মপুত্র নদের তীরে ময়মনসিংহ শহরে আয়োজন করা হয়েছে ‘পাঁচালী থেকে অস্কার’ শীর্ষক সত্যজিৎ রায়ের চলচ্চিত্র প্রদর্শনী ও কর্মশালা। এতে আরও রয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এটি আয়োজন করেছে বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ জেলা শাখা। সার্বিক সহযোগিতায় রয়েছে ইনাবেলা ফাউন্ডেশন ও ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া। আগামী ৩০ জুন বিকেল ৪টায় জয়নুল আবেদিন পার্কের উন্মুক্ত বৈশাখী মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের ৩টি চলচ্চিত্র প্রদর্শন কার্যক্রম শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান কবির বিন আনোয়ার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মোহিত উর রহমান শান্ত। অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মো. ফরিদ খান। অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন ভালুকা-১১-এর সংসদ সদস্য এম এ ওয়াহেদ, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীসহ শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনেকে।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘পথের পাঁচালী’ প্রদর্শীত হবে। দ্বিতীয় দিন একই স্থানে ‘তিন কন্যা’ ও ‘অশনিসংকেত’ দেখানো হবে।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + 13 =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত