জামালপুরের সরিষাবাড়ীতে সম্মিলি পেশাজীবি পরিষদের ব্যানারে শীত বস্ত্র বিতরণ, বিএনপির স্থপতি মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্মদিন ও প্রবাসে অবস্থানরত বিএনপি’র চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থ্যতা কামনায় আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৮ জানুয়ারী সকাল সাড়ে দশটায় পিংনা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত পেশাজীবি পরিষদ পিংনা ইউনিয়ন শাখার আহ্বায়ক ওয়াজির আম্মেদ লিমনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। সম্মিলিত পেশাজীবি পরিষদের পিংনা ইউনিয়ন শাখার সদস্য সচীব শাহাদত টিটুলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে এ সময় পিংনা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমূল ইসলাম নাজু,সাধারণ সম্পাদক আব্দুর রশীদ,পেশাজীবি পরিষদ নেতা নূরুল ইসলাম বাবু,আবুল কালাম আজাদ, তালুকদার আবুল কালাম আজাদ,পিংনা হাই স্কুলের প্রধান শিক্ষক নাছির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে দোয়া ও শীত বস্ত্র বিতরণ করা হয়।