জামালপুরের সরিষাবাড়ীতে কোর্ট থেকে গ্রেফতারী পরোয়ানা ভুক্ত দূর্ঘদিন পলাতক সিআর মামলার ৪ আসামীসহ এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৯ অক্টোবর রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিআর মামলার চার আসামী ও এক গাঁজা ব্যসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের যথাযথ প্রক্রিয়ায় জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
সরিষাবাড়ী থানা সূত্রে প্রকাশ, বিজ্ঞ আদালত কর্তৃক প্রেরিত সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত দীর্ঘদিন পলাতক আসামী মহাদান ইউনিয়নের সেঙ্গুঁয়া গ্রামের মৃত নূরুল ককিরের ছেলে খায়রুল কবির ৪২, সিআর মামলা নং ১৩৮ ধারা ৪২০/২৩, চর খাগুরিয়া গ্রামের আমজাদ ভূইয়ার ছেলে শাহালী -৪২, মামলা নং সিআর ৭২/২৪ ধারা ৪০৬/৪২০/১০৯, পিংনা ইউনিয়নের নর পাড়া গ্রামের মৃত ছাইফুল ইসলামের ছেলে মিলন হোসেন,সিআর মামলা নং ১২৭/২৪ ধারা ৪০৬/৪২০, ডোয়াইল ইউনিয়নের চর বালিয়া গ্রামের সুরুজ পাগলার ছেলে হেলাল মিয়া -৪০, মামলা নং সিআর ৭২/২৪ ধারা ৪০৬/৪২০/১০৯ এবং মেলান্দহ থানার কাজাই কাটা গ্রামের বাদশা মিয়ার ছেলে শাকিল শেখ -২৫ কে ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। সিআর মামলার আসামীদের স্ব স্ব এলাকা থেকে এবং গাঁজা ব্যবসায়ীকে পৌরসভার ধানাটা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।ধৃত আসামীদের যথাযথ প্রক্রিয়ায় কোর্টে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, সিআর মামলার গ্রেফতারী পরোয়ানা ভুক্ত চার আসামীকে রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ এলাকা থেকে এবং গাঁজা ব্যবসায়ীকে ধানাটা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। তাদের কে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ৩০ অক্টোবর সকাল ১১টায় কোর্টে প্রেরণ করা হয়েছে।