31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১১, ২০২৫
একুশে ৭১ময়মনসিংহ বিভাগসরিষাবাড়ীসরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের প্রথম বর্ধিত সভা

সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের প্রথম বর্ধিত সভা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১১ অক্টোবর বিকেল চারটায় উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডঃ হারুন অর রশীদের সঞ্চালনায় প্রথম বর্ধিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাহ্। নির্বাচনোত্তর বর্ধিত সভায় নৌকার বিজয়ের লক্ষ্যে যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে বিজয় নিশ্চিত করা এবং স্থানীয় সমস্যাদি নিয়ে আলোচনা করা হয়। প্রায় ৬ ঘন্টাব্যাপী চলমান বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডঃ বাকি বিল্লাহ্। এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এমএ লতীফ, স্বেচ্ছা সেবক লীগ কেন্দ্রীয় কমিটির মৎস্য ও প্রাণি সম্পদ বিষয়ক সম্পাদক এমপি প্রার্থি মাহবুবুর রহমান হেলাল,এমপি প্রার্থি অধ্যক্ষ আব্দুর রশীদ, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান,উপাধ্যক্ষ মিজানুর রহমান, আবুল হোসেন, তাতীলীগ সভাপতি হেলাল,এমপি প্রার্থি ফজলুল হক প্রমুখ বক্তব্য রাখেন। অন্যন্যের মধ্যে অধ্যক্ষ সাইদুল হাসান,মেয়র মনির উদ্দিন, অ্যাডঃ শহিদ ও আমন্ত্রীত অতিথিবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত