31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১সারা বাংলাচট্টগ্রাম বিভাগসীতাকুণ্ড ডিপোতে চিহ্নিত রাসায়নিকযুক্ত ৪টি কনটেইনার শনাক্ত

সীতাকুণ্ড ডিপোতে চিহ্নিত রাসায়নিকযুক্ত ৪টি কনটেইনার শনাক্ত

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে রাসায়নিকযুক্ত চারটি কনটেইনার শনাক্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম হিমেল বলেন, বিশেষ পদ্ধতিতে তাদের অপসারণের চেষ্টা চলছে।
আজ ৬ জুন (সোমবার)দুপুর ১২টায় ডিপো গেটে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ডিপোতে ৪টি কন্টেইনারে রাসায়নিক আছে বলে আমরা নিশ্চিত করেছি। বিশেষ পদ্ধতিতে এসব কন্টেইনার অপসারণের চেষ্টা চলছে।
সূত্রের খবর, কন্টেইনার ডিপোতে ‘হাইড্রোজেন পারক্সাইড’ নামক বিপুল পরিমাণ রাসায়নিক ছিল, যা উচ্চ তাপমাত্রায় বিস্ফোরকের মতো কাজ করে।
শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ইনল্যান্ড কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের পর বিস্ফোরণে অন্তত ৪১ জন নিহত ও অনেকে আহত হয়েছেন।

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × three =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত