মতিউর রহমান,সরিষাবাড়ীঃ জামালপুরের সরিষাবাড়ীতে প্রত্যন্ত চরাঞ্চল বেষ্টিত শুয়াকৈর হাছেন আলী দাখিল মাদ্রাসায় দিনব্যাপী বার্ষিক ক্রীড়া,আলোচনা সভাও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী দিনব্যাপী মহান স্বাধীনতা মাসে হাছেন আলী দাখিল মাদ্রাসা মাঠে অত্র মাদ্রাসার আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশ গ্রহণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। হাছেন আলী দাখিল মাদ্রাসার সহঃমৌলভী শিক্ষক নাছির উদ্দিনের উপস্থাপনায় ও শরীর চর্চা শিক্ষক শামীম আহমেদের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল্লাহ্”র সার্বিক ব্যবস্থাপনায় ক্রীড়া প্রতিযোগীতা, আলোচনা সভাও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাছেন আলী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং বাংলাদেশ কাষ্টমস্ অফিসার্স এসোসিয়েশনের সাবেক সদস্য সচীব মোঃ তালেব উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং কামরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম জিএস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আক্তার হোসাইন, জামালপুর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ বাদশাহ্ মিয়া,উক্ত দাখিল মাদ্রাসার দাতা সদস্য বিশিষ্ট ব্যবসায়ী জালাল উদ্দিন,ডাঃ আরিফ প্রমুখ। ব্যঙ লাফ,ছালা দৌড়,ভারসাম্য রক্ষা,বালিশ খেলা,পাতিল ভাঙ্গা, রশি টানাসহ বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতা ও আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।