“স্মরণে রাসেল” নামে ধ্রুবদ্যুতি প্রকাশনী থেকে শেখ রাসেলকে নিয়ে কিছু কবিতা লিখে বেশ প্রশংসা কুড়াচ্ছেন লেখিকা স ম খাদিজা আল কুবরা জলি। মজার ব্যাপার হলো লেখিকা স ম খাদিজা আল কুবরা জলি এর আগে কখনও কবিতা লিখেননি। উনি পেশায় একজন শিক্ষিকা্ । শেখ রাসেলের জন্ম দিনে স্কুল দেয়ালিকায় সবার চাপাচাপিতে রাসেলকে নিয়ে কয়েকখানা কবিতা লিখে ফেলেন। কবিতাগুলো তার কলিগ, পরিচিতজন, বন্ধুবান্ধব সহ পরিবারের সবার কাছেই প্রশংসা কুড়ায়। আসলে প্রশংসার জন্য সে লিখছিলো না। তার এক মাত্র এস এস সি পরীক্ষার্থী পুত্র এক ট্রেন দুর্ঘটনায় নিহত হয়। সে আসলে নিজেকে শেখ রাসেলের মা, বোন, ভাই ,বাবা সব আঙ্গিক থেকে নিজেকে রিলেট করে ফেলে। সেই পাশবিক হত্যার দায় যেন পুরো বাঙালীর, কেন বাঁচানো গেল না শেখ রাসেল ও তার পরিবারকে। রাসেল কেও ওরা ছাড়লনা? সে দায় থেকেই “স্মরণে রাসেল”। স্মরণ কিন্তু লেখিকার হারিয়ে যাওয়া পুত্রের নাম। কবিতার বইগুলো ঢাকা সহ বিভিন্ন শহরের ২১ শে বই মেলায় পাওয়া যাচ্ছে। কবিতা গুলো না পড়লে সত্যিই মিস করবেন।