31 C
Dhaka
শুক্রবার, জুলাই ১৮, ২০২৫
একুশে ৭১বিনোদন‘হোটেল রিল্যাক্স’ অমির প্রথম ওয়েব সিরিজ

‘হোটেল রিল্যাক্স’ অমির প্রথম ওয়েব সিরিজ

ঈদ উপলক্ষে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করলেন ছোটপর্দার জনপ্রিয় নির্মাতা আরেফিন অমি। ‘হোটেল রিল্যাক্স’ শিরোনামে ছয় পর্বের কনটেন্টটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর পর্দায়।

ওটিটির কনটেন্ট সাধারণত ক্রাইম-থ্রিলার ঘরানার হলেও সেই পথে হাঁটতে চাননি অমি।

গণমাধ্যমে তিনি বলেন, থ্রিলার-ক্রাইম ঘরানার কনটেন্ট দেখতে দেখতে দর্শকের একঘেয়েমি চলে এসেছে। তাই এসব থেকে বের হয়ে পুরোপুরি বিনোদনমূলক একটি সিরিজ নির্মাণের চেষ্টা করেছি। সিরিজটি ঈদে দর্শকরা বেশ উপভোগ করবেন বলে আশা করি।

অমি আরও বলেন, অনেক সময় নিয়ে সিরিজটি নির্মাণ করেছি। বলা যায় একটি সিনেমার পরিশ্রম দিয়েছি এখানে। বাকিটা দর্শক পর্দায় দেখতে পাবেন।

৭ এপ্রিল (শুক্রবার) হোটেল রিল্যাক্স’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়।

সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পলাশ, মিশু সাব্বির, পাভেল, পারসা ইভানা, মারজুক রাসেল, শরাফ আহমেদ জীবন, চাষী আলক, শিমুল শর্মা, শিবলু, বাচ্চু, লামিমা প্রমুখ। এছাড়া এতে অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা। UNB

আরও পডুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

sixteen − eight =

- Advertisment -spot_img

সবচেয়ে পঠিত