ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। ছবি: স্টার
আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ভারতে পর্যটন ভিসা চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। এই ভিসাধারীদের বিমানে ভ্রমণ করতে হবে বলে জানান তিনি।
আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে সড়ক পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে নিজ দেশ ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান। কোভিড পরিস্থিতির মধ্যেও পর্যটন ভিসা চালু করছে ভারত। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। ৩০ দিনের বেশি অবস্থান করা যাবে না। ভিসার মেয়াদ হবে ১২০ দিন। পর্যায়ক্রমে স্থলপথ ও রেলপথে ভিসাব্যবস্থা সহজীকরণের কথাও জানান ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।